পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার বলেছেন, সরকার যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে বদ্ধপরিকর।
তিনি বলেন, ‘আমরা প্রতিদিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চ্যালেঞ্জ নিতে চাই এবং আমরা মোকাবিলা করতে প্রস্তুত আছি।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, একা সফলতা অর্জন করা যায় না, এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।
ফরেন সার্ভিস একাডেমিতে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্যের গল্প’- শীর্ষক একটি প্রকাশনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্জনের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি দুটি অসমাপ্ত কাজের কথাও উল্লেখ করেছেন। এগুলো হলো- রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাকি খুনিদের ফিরিয়ে আনা।
শাহরিয়ার বলেন, এই দুটি কাজ খুবই জটিল ও চ্যালেঞ্জিং।