ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের সাবেক পরিচালক উপসচিব এ কে এম রেজাউল করিমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
গ্রন্থ কেন্দ্রের পরিচালক থাকাকালে রেজাউলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর একটি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।
২০১৯ সালের ২৫ জুন তাকে বরখাস্ত করা হয়।
পরে তিনি মামলা প্রত্যাহারের জন্য বাদীকে হুমকি দেন এবং হুমকি ও শারীরিক নির্যাতনের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
তবে কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব পাননি তদন্তকারী কর্মকর্তা।
পরে মন্ত্রণালয় পাবলিক সার্ভিস কমিশনের মতামত চায় এবং কমিশন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে সম্মত হয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ পরে প্রজ্ঞাপনের সিদ্ধান্ত অনুমোদন করেন।