স্কয়ার হাসপাতালের কর্মকর্তা মোর্শেদ আলম জানান, অধ্যাপক চৌধুরীকে ভোর সাড়ে ৪টায় হাসপাতালে নিয়ে আসা হয় এবং পর্যবেক্ষণে থাকাকালীন জরুরি বিভাগেই ভোর ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে, ড. জামিলুরের জামাতা জিয়া ওয়াদুদ তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক চৌধুরী সিলেটে জন্মগ্রহণ করেন এবং ঢাকার সেন্ট গ্রেগরিস স্কুল এবং ঢাকা কলেজে প্রাথমিক পড়ালেখা শেষ করেন।
তিনি ছিলেন এ দেশের একজন শীর্ষস্থানীয় সিভিল ইঞ্জিনিয়ার, অধ্যাপক, গবেষক এবং শিক্ষাবিদ।
অধ্যাপক চৌধুরী ১৯৯৬ সালে বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। মৃত্যুর আগে তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ছিলেন।
২০১৭ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে সরকার তাকে একুশে পদক প্রদান করে। সরকার তাকে ২০১৮ সালে জাতীয় অধ্যাপক নিয়োগ করে।
তিনি তার বর্ণিল জীবনে অসংখ্য পুরষ্কার পেয়েছেন।