ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ করছেন কিছু শিক্ষার্থী।
বুধবার (২০ )নভেম্বর শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে সেখানে বসে এই অবরোধ কর্মসূচি শুরু করেছেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের কাছে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানার মৃত্যু হয়।
আরও পড়ুন: ২০ আসন ফাঁকা থাকলেও জাবিতে ভর্তি হতে পারছে না শিক্ষার্থীরা
৫৩ ব্যাচের শিক্ষার্থীরা এ আন্দোলন শুরু করেন। দোষীদের শাস্তি ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ কর্তৃপক্ষ তাদের ৮ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তরা।
আন্দোলন চলাকালে ক্যাম্পাসে কোনো যানবাহন ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: জাবি ক্যাম্পাসে সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা