সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও কম্পিউটার ওয়ার্ল্ড বিডির চেয়ারম্যান মোহাম্মদ আলী শিকদার এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
অন্যরা হলেন- জাহিদ মালেকের ছেলে আহাদ মালেক, মেয়ে সিনথিয়া মালেক ও আলী শিকদারের স্ত্রী মাহমুদা আলী শিকদার।
এছাড়া কম্পিউটার ওয়ার্ল্ড বিডির ব্যাংক হিসাবও জব্দ করতে বলেছে বিএফআইইউ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আলী শিকদার।
প্রাথমিক পর্যায়ে আগামী ৩০ দিনের জন্য ব্যাংক হিসাব জব্দ রাখতে বলেছে বিএফআইইউ।
সূত্র জানায়, বিএফআইইউ তাদের নামে সন্দেহজনক লেনদেনের খবর পেয়ে এ নির্দেশনা দেয়।