দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, বেলা ২টা নাগাদ উপ-পরিচালক জাহাঙ্গীর আলম ও সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে দুদকের একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেন।
এর আগে জিকে শামীমকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে নেয়া হয়।
গত ২১ অক্টোবর প্রায় ২৮৫ কোটি টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে মামলা করে দুদক।
পরবর্তীতে ২৭ অক্টোবর দুদক শামীমকে তাদের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন জানায়। আদালত দুদকের আবেদন গ্রহণ করে।
পরে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়ার আবেদনও জানায় কমিশন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।
দুদকের মামলা ছাড়াও জিকে শামীমের বিরুদ্ধে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অর্থ পাচার প্রতিরোধ ও অস্ত্র আইনের তিনটি মামলা রয়েছে।
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেয়া শামীমের বাসা এবং অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা এবং অবৈধ অস্ত্রও উদ্ধার করে র্যাব।
শামীমের মালিকানাধীন জিকেবি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি শটগান এবং গুলির একটি বাকস জব্দ করা হয়। রাজধানীর সবুজবাগ, বাসাবো এবং মতিঝিল এলাকার প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত শামীম।