দ্বৈত জাতীয় পরিচয়পত্র নেয়ার অভিযোগে আলোচিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপার্সন ডা. সাবরিনা শারমিন হুসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর গুলশান থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মমিন মিয়া রবিবার রাতে বাড্ডা থানায় সাবরিনার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছেন বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক।
ভুয়া কোভিড-১৯ সনদ দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ডা. সাবরিনা এখন কারাগারে আছেন।
গত ২০ আগস্ট ঢাকার একটি আদালত এ মামলায় সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
এর আগে, গত ৫ আগস্ট গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মো. লিয়াকত আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
চার্জশিট অনুসারে, যথাযথ পরীক্ষার পদ্ধতি অনুসরণ না করে জেকেজি হেলথ কেয়ার ২৭ হাজার করোনাভাইরাস সনদ দিয়েছিল এবং যার বেশিরভাগই ভুয়া বলে প্রমাণিত হয়েছে।