ঝালকাঠিতে একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে সাত শিশু ও পাঁচ নারীসহ অন্তত ১৭ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।
শনিবার সকালে সদর উপজেলার ছত্রকান্দায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সুমাইয়া (৫), সামাদ মোল্লা (৬০), তারিক (৫৫), শাহিন মোল্লা (৩৩) ও আবদুল্লাহ (৭) নামে পাঁচজনের নাম জানা গেলেও বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭: পরিবহন শ্রমিক নেতাদের মধ্যস্থতায় বাসচালকের আত্মসমর্পণ
সদর থানার উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেন জানান, পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে বরিশালগামী বাসটি প্রায় ৭০ জন যাত্রী নিয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে পুকুরে পড়ে যায়। এতে ১৭ জন নিহত ও ৩৫ জন আহত হয়।
তিনি বলেন, চালক হয়তো স্টিয়ারিংয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নৌ দুর্ঘটনায় ৬ মাসে নিহত ৫৭: এসসিআরএফ