বুধবার এক বিবৃতিতে এ দাবি জানান আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।
বিবৃতিতে প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৮ আগস্ট ০৫.০০.০০০০.১৩২.১৯.০০৪.২০.৫৮২ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে নেটওয়ার্ক এডমিনিস্ট্রেটর, সিস্টেম ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডাটাবেজ এডমিনিস্ট্রেটরের মতো কোর টেকনিক্যাল পদে সাধারণ ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। নির্বাহী প্রকৌশলীর মতো উচ্চতর প্রকৌশলী পদে দায়িত্ব পালনের পূর্বে এন্ট্রি পদে সহকারী প্রকৌশলী এবং পরবর্তীতে উপবিভাগীয় প্রকৌশলী পদে মোট সর্বনিম্ন দশ বছরের প্রকৌশলী পদের অভিজ্ঞতা প্রয়োজন পড়ে।
বিবৃতিতে আরও বলা হয় ১৮ আগস্টে পদায়নকৃত পদসমূহ পুরোপুরি কোর টেকনিক্যাল পদ এবং এইসব পদে নন-টেকনিক্যাল কর্মকর্তারা পদায়িত হলে টেকসই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাধাগ্রস্থ হতে পারে বলে মনে করছে আইইবি।
বিবৃতিতে আইইবি বলছে, কাঙ্ক্ষিত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও, কম্পিউটার প্রকৌশলীদের বঞ্চিত করে কোর টেকনিক্যাল পদসমূহে সাধারণ ক্যাডারের অনভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগের ফলে অভিজ্ঞ কম্পিউটার প্রকৌশলীদের মধ্যে ক্ষোভ ও হতাশার তৈরি হয়েছে।
এর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই আদেশ রহিত করে এসব কোর টেকনিক্যাল পদে অভিজ্ঞ কম্পিউটার প্রকৌশলীদের পদায়নের জন্য জোর দাবি জানাচ্ছে আইইবি।