রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৮৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, অভিযানের সময় ৭৯টি গাড়ি জব্দ করা হয়েছে এবং বৈধ কগজপত্র না থাকায় ও যানজন সৃষ্টির কারণে আরও ৫২টি যানবাহন র্যাকার লাগানো হয়েছে।
ঢাকার যানজটপূর্ণ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং ও অন্যান্য দুর্ঘটনা কমাতে রবিবার ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ এ অভিযান চালিয়েছে।
ঢাকা নগরীর সড়কে চলাচল নির্বিঘ্ন করতে যাত্রী ও চালকদের কঠোরভাবে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।
আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: সেবার মাধ্যমে পুলিশকে জনগণের আস্থা ফেরাতে হবে: ডিএমপি কমিশনার