ঠাকুরগাঁও পৌর শহরের রোড বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে গেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৫ থেকে ৭০ লাখ টাকা বলে জানিয়েছেন তারা।
সরেজমিনে দেখা যায়, অগ্নিকাণ্ডে মুদিখানা, টেইলার্স, ইলেকট্রিক সামগ্রী, জুতার দোকান ও একটি গোডাউন ক্ষতিগ্রস্থ হয়েছে। দুর্গাপূজাকে সামনে রেখে ব্যবসায়ীরা দোকানে প্রচুর পণ্য মজুত করেছিলেন। আগুনে সব পণ্যই ছাই হয়ে গেছে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও একটি ইউনিট যোগ হয়। তবে বাজারের ভেতরে পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দেড় কিলোমিটার দূরের নদী থেকে পানি এনে আগুন নেভাতে হয়।
প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এতে ৬৫ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হতে পারে।
এ দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।