ডেঙ্গু প্রতিরোধে ভাসমান মানুষের মাঝে মশারি বিতরণ কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বাসন্তী প্রজেক্টের নারী স্বেচ্ছাসেবীরা এ মশারিগুলো তৈরি করেছেন।
রাজধানী ঢাকার গুলিস্তান, মগবাজার, মতিঝিল, মিরপুর, এয়ারপোর্ট, কমলাপুর রেলওয়ে স্টেশন, ফার্মগেট, গ্রিনরোড, পলাশী, কাকরাইল, শিশু হাসপাতাল এলাকা ও সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকার ভাসমান মানুষের মাঝে মশারিগুলো বিতরণ করা হচ্ছে।
টানা বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার আশংকা থাকায় বিশেষ ডিজাইনে তৈরি করা প্রায় ৩০ হাজার মশারি পর্যায়ক্রমে বিতরণ করা হবে।