বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী জানান, আজ (মঙ্গলবার) সকালে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৮ মাসের অন্তঃসত্ত্বা নাজিয়াকে ২ দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: সাবেক সংসদ সদস্য মঞ্জুর রহমানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
নাজিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও জ্যৈষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।
এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার (২৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ২৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে যে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮৫ জন মারা গেছেন।
আরও পড়ুন: কার্টুনিস্ট এম এ কুদ্দুস মারা গেছেন