'আধুনিকায়ন ও সক্ষমতা সম্প্রসারণ (ঢাকা-ময়মনসিংহ বিভাগ)' বিতরণ প্রকল্পের জন্য ১ লাখ ২৬ হাজার স্পুন প্রি-স্ট্রেসড কংক্রিট (এসপিসি) খুঁটি এবং ১৪০ কিলোমিটার উচ্চ ক্ষমতাসম্পন্ন ভূগর্ভস্থ ক্যাবল কিনবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)।
মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত চারটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
বিদ্যুৎ বিভাগ তার অধীনস্থ সংস্থার পক্ষে প্রস্তাব উত্থাপন করে।
প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের লট-১ এর আওতায় ২১৩ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড জেভি, কনটেক কনস্ট্রাকশন লিমিটেড, দাদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং পোলস অ্যান্ড কংক্রিট লিমিটেডের কাছ থেকে ৬৩ হাজার ১৭৮টি এসপিসি পোল কিনবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
দরপত্রের লট-২ এর আওতায় আরইবি বাংলাদেশ সেনাবাহিনীর মালিকানাধীন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড থেকে ২১২ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ৬৩ হাজার ১৭৮টি এসপিসি পোল কিনবে।
একই প্রকল্পের জন্য ঝংটিয়ান টেকনোলজি সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেডের কাছ থেকে ৮৩ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে লট-১ এর আওতায় ৫৭ কিলোমিটার ১১ কেভি ভূগর্ভস্থ ক্যাবল ক্রয় করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এছাড়াও ৬৮ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৮৩ কিলোমিটার ৩৩ কেভি ভূগর্ভস্থ ক্যাবল ক্রয় করা হবে।