সরস্বতী পূজার দিনে নির্বাচনের তারিখ দেয়ায় যে ব্যাপক সমালোচনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলছে তার জেরে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে বিকাল ৪টায় রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন এবং সরস্বতী পূজা একই দিন ৩০ জানুয়ারি পড়ায় হিন্দু সম্প্রদায়সহ দেশের বিভিন্ন সংগঠন
নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছে। এমনকি প্রধান মেয়র প্রার্থীরাও ইসিকে নির্বাচনের নতুন তারিখ দেয়ার আহ্বান জানিয়েছেন, যাতে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা নির্বিঘ্নে সরস্বতী পূজা উদযাপন করতে পারেন।
এদিকে, নির্বাচন পেছানোর দাবিতে শনিবার তৃতীয় দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাওয়া ঢাবি শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন।
এর আগে অনশনের দ্বিতীয় দিন শুক্রবার ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে মারাত্মক অসুস্থ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত হুমকি দিয়েছেন যে তারা ৩০ জানুয়ারির নির্বাচন প্রতিহত করবেন।
নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে গত ৬ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ। পরে গত ১৪ জানুয়ারি রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। এ বিষয়ে রবিবার শুনানি হতে পারে।
গত ২২ ডিসেম্বর ইসি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে।