রাজধানীর কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন।
শনিবার (২৮ অক্টোবর) বিকালে বিএনপির সমাবেশে পেশাগত দায়িত্ব পালনের সময় তারা আহত হন।
আহতরা হলেন- ঢাকা টাইমসের প্রতিবেদক সালেহকিন তারিন, কালবেলার রাফসান জানি, ব্রেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া প্রতিবেদক শেখ নাসির, স্টাফ করেসপন্ডেন্ট হাবিব সবুজ, ইনকিলাব পত্রিকার ফটোসাংবাদিক এফ এম মাসুম প্রমুখ।
আহতদের মধ্যে তারিনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (নিটোর), রাফসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীর কাকরাইলে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নেতা-কর্মীরা: ডিবি
রাফসানের সহকর্মী ও কালবেলার জ্যেষ্ঠ প্রতিবেদক রাজন ভট্টাচার্য জানান, কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির সমর্থকদের সংঘর্ষচলাকালে রাফসান সংঘর্ষের ভিডিও ধারণ করছিলেন।
তিনি বলেন, পুলিশের ওপর হামলার ভিডিও ফুটেজ নেওয়ার সময় রাফসানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
তিনি বলেন, ‘কালবেলার আইডি কার্ড গলায় ঝুললেও রাফসানকে নির্বিচারে মারধর করা হয়েছে, হামলায় তার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়েছে, হামলাকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে এবং তার অবস্থা গুরুতর।’
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপির সমর্থকদের সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন: রবিবার সারাদেশে হরতালের ডাক দিল বিএনপি