ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ‘নিষিদ্ধ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে তারা।
রবিবার ডিএমপি সদর দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় গোয়েন্দা পুলিশ ও স্থানীয় পুলিশ নগরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
সূত্রটি ইউএনবিকে জানিয়েছে, আসামিদের কাছ থেকে প্রায় ২৮ হাজারর ৭২৮ পিস ইয়াবা, ১৬ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ২১১ গ্রাম হেরোইন এবং ২১১ বোতল ফেনসিডিল (একটি কোডিন-ভিত্তিক কাশির সিরাপ যা বাংলাদেশের মাদকের বাজারে চড়া দাম) উদ্ধার করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে বিদেশি পিস্তল ও মাদক জব্দ, যুবক গ্রেপ্তার