ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজনৈতিক কর্মকাণ্ডের ধরন ও পরিসর সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুপারিশ ও দিকনির্দেশনা প্রদানের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।
কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন। কমিটির সদস্যরা হলেন-বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক তাহমিদা বেগম; বাংলা একাডেমির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা।
প্রয়োজনে অতিরিক্ত তিনজন সদস্যকে অন্তর্ভুক্ত করার ক্ষমতাও রয়েছে কমিটির।