ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় ২৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে শিক্ষার্থী ও হাসপাতাল সূত্র।
সোমবার বিকাল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনকারী ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়।
ঘটনাস্থল থেকে ইউএনবির সংবাদাতা জানান, সংঘর্ষটি বিকাল ৪টা পর্যন্ত সংঘর্ষ স্থায়ী হয়। আন্দোলনকারীদেরকে লাঠি, স্টাম্প ও লোহার রড দিয়ে পেটাতে দেখা গেছে ছাত্রলীগ নেতাকর্মীদের। এতে অনেক আহত হওয়ার ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পরিদর্শন শেষে এ প্রতিবেদক জানান, এখন পর্যন্ত আহত ২০০ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: কোটা সংস্কার: শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ