বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১৫৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বিজিবির পাশাপাশি সারা দেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ৪২২টি টহল দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অগ্নিসংযোগের ঘটনা বেড়ে যাওয়ায় ঢাকায় ১৩০টি টহল দল মোতায়েন করা হয়।
র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান বলেন, দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করছে র্যাব।
আরও পড়ন: ৪৮ ঘণ্টার অবরোধ: সারা দেশে ১৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন
নবম দফার অবরোধ: ১৬২ প্লাটুন বিজিবি, ৪৩৫ র্যাবের টহল দল মোতায়েন