দিনাজপুরের ফুলবাড়ীতে কোচের ধাক্কায় রোগী বহনকারী একটি অ্যাম্বলেন্সের চালক নিহত এবং রোগীসহ ৪ জন আরোহী আহত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অ্যাম্বুলেন্স চালক এহসান আলী হাকিমপুরের চন্ডিপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাকিমপুরের সাদুরিয়া গ্রামের লরেশ সরকারের ছেলে সেতু সরকারকে বিষক্রিয়ার চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্র আনা হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিল স্বজনরা। পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়েন তারা।
আরও পড়ুন: ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
স্থানীয়রা জানান, আজ সকাল ১১টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর ভিমলপুর মোড়ে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি কোচ ধাক্কায় দেয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে মুচড়ে রোগী এবং চালকসহ সঙ্গে থাকা সব আরোহী আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ফুলবাড়ী উপজেলার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কেন্দ্রের ইনচার্জ উপেন্দ্র নাথ জানান, আহত ৫ জনের মধ্যে ৪ জনকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়েছেন তারা। আশঙ্কাজনক অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় পথেই মারা গেছে অ্যাম্বুলেন্স চালক এহসান। রোগীসহ অন্যান্য আরোহীদের হাত পা ভেঙ্গে গেছে। তবে কোচটিকে দেখতে পাননি তারা।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় খুলনায় নিহত ২