দিনাজপুরের চিরিরবন্দরে ঈদ উদযাপন করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে ঘুরতে গিয়ে জেলার আত্রাই নদীর রাবার ড্যামে গোসলে নেমে নিখোঁজ হয়েছে এক কিশোর।
রবিবার (৮ জুন ) দুপুরে চিরিরবন্দর উপজেলার থানাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ (৩) রাজধানীর জুরাইনের বাসিন্দা সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে।
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে আব্দুল্লাহর মা রুমি আক্তার বড় ছেলে রেদোয়ান ও ছোট ছেলে আব্দুল্লাহকে নিয়ে বাবার বাড়িতে এসেছিলেন। দুপুরে খেলতে গিয়ে পরিবারের অসতর্কতার কারণে আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
পরে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে জেলার সদর উপজেলার আত্রাই নদীর রাবার ড্যামে গোসলে নেমে নিখোঁজ হয়েছে মমিনুল ইসলাম (১৭) নামে এক কিশোর। রবিবার দুপুর ১২টার দিকে বন্ধুরা মিলে গোসলে নেমে সে নিখোঁজ হয়।
নিখোঁজ মমিনুল দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা ভোলা মিয়ার ছেলে।
তাকে উদ্ধারে রংপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে ডাকা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।