হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করা যায় সেজন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম ডিএমপির সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
বুধবার ডিএমপি সদর দপ্তরে গত আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য দেয়ার সময় ডিএমপি কমিশনার এ নির্দেশনা দেন।
এ বছর পুরো উৎসব জুড়ে পূজা মণ্ডপে আনসার সদস্যরা থাকবেন উল্লেখ করে দুর্গাপূজার সময় পুলিশকে তাদের দায়িত্ব ভালোভাবে পালনের নির্দেশ দেন তিনি।
এছাড়া রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করলে পুলিশ বাধা দেবে না। তবে যারা রাজনীতির নামে অগ্নিসংযোগ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মিছিল-মিছিলে যাতে কোনো প্রাণহানি না হয় সেদিকেও নজর রাখতে বলেন তিনি।
আরও পড়ুন: ঈদকে সামনে রেখে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
মাসিক অপরাধ পর্যালোচনা সভার শুরুতে বিভাগভিত্তিক আগস্ট মাসের অপরাধের সামগ্রিক পর্যালোচনা করা হয়।
ডিএমপি কমিশনার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।
সভায় ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সেরা পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
আরও পড়ুন: ডিএমপির ৩ ডিসির বদলি