সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছে দেশবাসী। সারা দেশের মতোই রাজধানীর পূজামণ্ডপগুলোতেও সনাতন ধর্মাবলম্বীরা জমকালো উৎসবের সঙ্গে দেবী দুর্গার পূজা করছেন।
আজ শুক্রবার (১১ অক্টোবর) মহা অষ্টমীর দিনে রাজধানীর প্রায় সব পূজা মণ্ডপেই বেশ ভিড় দেখা যায়। ছুটির দিন হওয়ায় ধর্ম-বর্ণ নির্বিশেষে পূজার আনন্দ উপভোগে ঘুরে বেড়াচ্ছেন সবাই। সন্ধ্যার পর জমকালো আয়োজনে নানা রঙের আলোয় সেজে ওঠা ঢাকেশ্বরী মন্দিরসহ অন্যান্য মন্দিরের পূজা মণ্ডপগুলোতে দেখা গেছে হাজারো মানুষের ঢল।
সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুযায়ী, গত ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী শেষে শুক্রবার ১১ অক্টোবর মহাষ্টমী ও শনিবার ১২ অক্টোবর মহানবমী। এরপর রবিবার ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের।
এর আগে, ২ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এরপর বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত করা হয়।
পুরান ঢাকার নাজিরাবাজার এলাকার বাসিন্দা রত্না পাল বলেন, 'আমরা সবাই উৎসবের আমেজে পূজা উদযাপন করছি। আমাদের উৎসব বাংলার সব মানুষের সঙ্গে ভাগাভাগি করতে চাই।'
শ্রী শ্রী রমনা কালী মন্দিরে দেখা যায় শারদীয় দুর্গোৎসব উপভোগ করতে জনতার ভিড়। নানা রঙের লাইট আর ঢাকের বাজনায় মুখরিত মন্দিরটিতে রাত বাড়ার সঙ্গে ভিড়ও যেন বাড়ছে সমানতালে।
মন্দিরের পূজা উদযাপন পরিষদের পরিচালক পরিষদ মৃণাল মজুমদার জানালেন, ‘সকালে অষ্টমীর অঞ্জলি দিতে ভিড় বেশি ছিল। দুপুরের দিকে একটু কমলেও সন্ধ্যার পর থেকে আবার মানুষ আসতে শুরু করেছে।
গতবারের তুলনায় ভিড় কেমন জানতে চাইলে তিনি বলেন, 'গতবারের চেয়ে এবার ভিড় অনেক বেশি। নিরাপত্তা নিয়েও কোনো ভয় নেই।'
দুর্গাপূজার আনন্দ উপভোগ করতে রমনা কালী মন্দিরে আসা রোদসী মুকিত বলেন, 'সকাল থেকে বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরছি। কুমারী পূজায় গিয়েছিলাম। এখন রমনায় এলাম। এখান থেকে ঢাকেশ্বরী মন্দিরে যাব। পূজা দেখতে ভালো লাগছে। কারণ চারদিকটা উৎসবমুখর মনে হয়। যেকোনো উৎসবই তো আনন্দের।'
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আসাদ বলেন, 'আমাদের সদস্যরা দায়িত্ব পালন করছে। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত।'
শারদীয় দুর্গোৎসবের আয়োজন সব ধর্মাবলম্বীরাই উপভোগ করে থাকেন। এবছর টানা চার দিনের সরকারি ছুটি এ আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। সবাই পরিবার-পরিজন নিয়ে পূজা উপলক্ষে আয়োজিত মেলা ও অন্যান্য আয়োজন উপভোগ করতে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীর পূজা মণ্ডপগুলোতে।