রাজধানীর বাংলামোটরে একটি কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের হামলায় জনবাণী পত্রিকার সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিক আহত হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সাংবাদিকরা কার্যালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জনবাণীর সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান ও অনলাইন সম্পাদক আতাউর হোসেন।
বশির হোসেন জানান, ২০-২২ জনের একটি দল অপ্রত্যাশিতভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
তিনি বলেন, 'প্রথমে আমরা পরিস্থিতি আঁচ করতে পারিনি। এটি পূর্বপরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে। আমরা তাদের কাউকেই চিনতে পারিনি।’
তিনি আরও উল্লেখ করেন, এর আগে রমজান নামে এক ব্যক্তি জনবনী অফিসে এসে কর্মীদের হুমকি দেয়।
হামলাকারীরা হামলা চালানোর আগে প্রথমে তাদের নাম জানতে চেয়েছিল বলে জানা গেছে। বশির বলেন, 'তারা যেভাবে আমাদের দিকে তেড়ে এসেছিল তাতে মনে হচ্ছিল কেউ আমাদের ওপর হামলা চালাতে কেউ নির্দেশ দিয়েছেন।’
আহত সাংবাদিকদের সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। তারা তাদের ক্ষতের চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
পরে এ ঘটনার বিষয়ে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুন: হাইতিতে হাসপাতালে বন্দুকধারীদের হামলায় পুলিশ-সাংবাদিকসহ নিহত ৩