দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিব বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন।
৫৯ বছর বয়সী অমিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি।
২১ জুলাই মেজর স্ট্রোক করার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ২০২০ সালেও তিনি স্ট্রোক করেছিলেন।
সুইটি বলেন, ‘অমিত হাবিবের প্রথম নামাজে জানাজা রাত ১০টায় বাংলা মোটরের দেশ রূপান্তর কার্যালয়ে এবং দ্বিতীয় নামাজে জানাজা বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ ঝিনাইদহে নিয়ে যাওয়া হবে।’
আরও পড়ুন: ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া আর নেই
অমিতের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি দেশ রূপান্তরের সম্পাদকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দেশ রূপান্তরে যোগদানের আগে অমিত কালের কণ্ঠ, সমকাল, যায় যায় দিন, ভোরের কাগজসহ বিভিন্ন দৈনিকে বিভিন্ন পদে কাজ করেছেন। ২০১৮ তিনি দেশ রূপান্তরের সম্পাদক হিসাবে যোগদান করেন।