দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সহায়তা বাড়ানোর সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ উপলক্ষে বঙ্গভবনের পদ্মা পুকুরে বিভিন্ন প্রজাতির মোট ৫ হাজার ২৯০টি মাছের পোনা অবমুক্ত করে এ কথা বলেন।
অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন ইউএনবিকে এ তথ্য জানান।
মৎস্য খাতকে কর্মসংস্থান সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে রাষ্ট্রপতি দেশীয় মাছের জাতের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সকলকে সুস্পষ্টভাবে নির্দেশ দেন।
আরও পড়ুন:রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত সুইস রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতি দেশে মৎস্য খাতের সম্প্রসারণ এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
বঙ্গভবনের সিংহ পুকুর নামে পরিচিত পদ্মা পুকুরে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, মহাশোল, সুবর্ণ রুই, পাবদা, চিংড়ি ও গুলসার বিভিন্ন প্রজাতির মোট ৪৩২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এস এম রেজাউল করিম, বঙ্গভবন সচিবালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্তি) মো. ওয়াহিদুল ইসলাম খান, মৎস্য, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
আরও পড়ুন:দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: নবনিযুক্ত দুদক কমিশনারকে রাষ্ট্রপতি