সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের আওতায় আনতে ২ হাজার ২৪৩ জন শিক্ষার্থীকে দ্বিতীয় মেয়াদে ১৫ গিগাবাইট (জিবি) করে ইন্টারনেট ডাটা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের মাধ্যমে সোমবার বিকালে এই ইন্টারনেট সেবা প্রদান করা হয়েছে।
শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চলতি বছরের ১৬ আগস্ট ২ হাজার ২১৬ জন শিক্ষার্থীকে ১৫ গিগাবাইট (জিবি) করে ডাটা প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকোপের কারণে চলতি বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার সময়ে শিক্ষাব্যবস্থাকে সচল রাখতে সারাদেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইন ক্লাস নেয়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এরই ধারাবাহিকতায় প্রথম থেকেই অনলাইন ক্লাস নিচ্ছে শাবি।