সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য জানান, উপ-পরিচালক আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে দুদকের একটি দল রাজধানীর গুলশান এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করে।
আগের দিন (রবিবার) এ মামলায় এফআর টাওয়ার ভবনের অন্যতম মালিক কাসেম ড্রাইসেলের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি নেতা তাসভীর উল ইসলামকে গ্রেপ্তার করে দুদক।
দুদক জানিয়েছে, কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভীর জিএসপি ফাইন্যান্স করপোরেশন থেকে ঋণ নিয়ে ৫.৬৫ কোটি টাকা আত্মসাতও করেছেন।
নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ভবনটিতে কয়েকটি তলা বাড়ানোর অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর বনানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হন। আহত হন ৭০ জন। এছাড়া অগ্নিকাণ্ডে আটকা পড়াদের বাঁচাতে গিয়ে আহত ফায়ারম্যান সোহেল রানা ৮ এপ্রিল রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কর্তৃপক্ষ ১৫ তলা ভবন নির্মাণের অনুমতি নিলেও বিভিন্ন সময়ে অবৈধভাবে তা ২৩ তলা পর্যন্ত বাড়ানো হয়।