তিনি বলেন, ‘ইতিহাস মুছে ফেলা যায় না। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।’
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ৬৬তম ট্রাস্টি বোর্ডের সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে অনুষ্ঠানে সংযুক্ত হন।
সভা শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।
মুক্তিযোদ্ধাদের ভাতা বেড়ে হবে ২০ হাজার টাকা: প্রধানমন্ত্রী
শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ এবং স্মৃতি যাদুঘর নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন যাতে পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারে।
অসচ্ছল মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের শনাক্ত করে তাদের পাশে দাঁড়ানোর জন্য ট্রাস্টি বোর্ডের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার অসচ্ছল মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের প্রত্যেকের জন্য বাড়ি তৈরি করে দেবে।
মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার করার প্রস্তাব
কে এম সাখাওয়াত মুন জানান, ট্রাস্টি বোর্ডের প্রধান শেখ হাসিনা ভুয়া মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করতে বলেছেন কারণ অনেক রাজাকার, আলবদর ও আল-শামস সদস্য মুক্তিযুদ্ধের পরপরই মুক্তিযোদ্ধা হয়েছিলেন।
সংশ্লিষ্ট সকলকে ট্রাস্টি বোর্ডের কার্যক্রম ত্বরান্বিত করতে এবং নিয়মিত সভা করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
নিজের মুক্তিযোদ্ধা ভাতা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সেরা সন্তানদের কল্যাণে এই ট্রাস্ট গঠন করেছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের ফল ও মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী