প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যায় তার নতুন সরকারে ১৯টি নতুন মুখ নিয়ে ৩৭ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন।
নতুন মন্ত্রিসভায় কিছু হেভিওয়েট মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বাদ দেওয়া হয়েছে এবং কেউ কেউ তাদের পদে বহাল রয়েছেন।
বৃহস্পতিবার বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন ৩৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।
পূর্ণমন্ত্রীদের মধ্যে বিদায়ী মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন মাত্র ১০ জন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
আরও পড়ুন: নতুন মন্ত্রিসভায় ৩ নারী সংসদ সদস্য