ঢাকা, ৭ ফেব্রুয়ারি(ইউএনবি)- পানির অভাবে কাপ্তাইয়ের জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কমে গেছে।
মঙ্গলবার কাপ্তাই হাইড্রো পাওয়ার স্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।
কাপ্তাই হাইড্রো পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা প্রকৌশলী এটিএম আবদুজ্জাহের বলেন, রুল কারভ থেকে পানি ১৫ ফুট নিচে নেমে যাওয়ায় পানির অভাবে বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।
তিনি বলেন, পাঁচটি জেনারেটর থেকে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকলেও এখন মাত্র একটি জেনারেটর সক্রিয় রয়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি একসঙ্গে পাঁচটি জেনারেটর চালু করতে পারে তাহলে ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হলেও পানি সংকটের কারণে মাত্র দুই নম্বর জেনারেটর চালু রয়েছে।
বৃষ্টিপাত কার্যক্রমের কোনো সম্ভাবনা না থাকায় জলস্তর বাড়ার কোনো সম্ভাবনাও নেই।
ইতোমধ্যে লেকের মূল বাঁধ সংলগ্ন সোলার প্যানেল থেকে ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এবং বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন হওয়া মোট মাত্র ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
ইউএনবি/জেএ