পশ্চিম বা উত্তর-পশ্চিম থেকে ধেয়ে আসা অস্থায়ী ঝড়ো হাওয়ার কারণে দেশের নদীবন্দরের কয়েকটি এলাকায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অদিধপ্তর।
দেশের কুমিল্লা, নোয়াখালী, মাদারীপুর এবং চট্টগ্রাম অঞ্চলের কোনো কোনো এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম থেকে ধেয়ে আসা অস্থায়ী ঝড়ো হাওয়া ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে। এ জন্য এসব এলাকার নৌ বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া, দেশের অন্যান্য নৌ বন্দর এলাকায় উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসা অস্থায়ী ঝড়ো হাওয়া ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য এসব এলাকায় ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।