বৃহস্পতিবার রাতে ঢাকার নবাবপুরে একটি গুদামে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ফায়ার সার্ভিসের ১৪টি ফায়ার ফাইটিং ইউনিট আগুন নেভায় এবং বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৫৮ মিনিটে আগুন নেভায়।
নবাবপুর মোহাম্মদিয়া মার্কেট-১৮৫ এ আগুন লাগে। আনুমানিক ২০টি দোকান ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
শাহজাহান বলেন, ‘বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। সুরিটোলার নবাবপুর টাওয়ারের পাশে আইয়ুব ভবন থেকে ঘন ধোঁয়া বের হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।’
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।