বুধবার নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও ৫০ জন আহত হওয়ার ঘটনায় দায়ের করা দু’টি মামলায় ঢাকার একটি আদালত ৪৪৫ বিএনপি নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে।
পরবর্তী আইনি পদক্ষেপের জন্য দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রকাশনা সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানিসহ শীর্ষ নেতাদের কারাগারে পাঠায়।
এদিকে বিএনপির ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার পুলিশ তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
এছাড়া বিএনপির ২৩ নেতাকর্মীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিএনপির সহ-জলবায়ু সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক সেলুজ্জামান সেলিম, বিএনপির ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক, বিএনপি নেতা শাহজাহান, একেএম আমিনুল ইসলাম, ওয়াকিল আহমেদ, সজীন ভূঁইয়া, সারোয়ার হোসেন শেখ, সাইদুল ইকবাল মাহমুদ, আল মিজানুর রহমান প্রমুখ। রিমান্ডে নেয়া ব্যক্তিদের মধ্যে আমিন, সাইফুল, শুভ ফরাজী ও মাহমুদ হোসেন রনি রয়েছেন।