নাটোরে সদর উপজেলার ডালসড়ক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন আরও একজন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তমালতলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী (৩১) ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির শ্রমিক রফিক সরকার (৫৫)।
আহত হয়েছেন বাগাতিপাড়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন (৪০)।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ডালসড়ক এলাকায় ফিডার রোড থেকে একটি মোটরসাইকেল নাটোর-বগুড়া মহাসড়কে ওঠার সময় পেছন থেকে অন্য একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৩ আরোহী রাস্তায় ছিটকে পড়ে।
নাটোর ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদৎ হোসেন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রফিক সরকারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশঙ্কাজনক অবস্থায় বাগাতিপাড়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন (৪০) ও তমালতলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ জুলফিকার আলীকে (৩১) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে অধ্যক্ষ জুলফিকারের মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল হাইওয়ে পুলিশের হওয়ায় এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছেন না।
এদিকে নাটোরে হাইওয়ে থানার কার্যক্রম এখনও চালু হয়নি।