নাটোরের সিংড়ায় আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে ৫টি বসতঘর। শুক্রবার (৭ মার্চ) রাত ৮টার দিকে এই অগ্নিকাণ্ড হয়।
স্থানীয়রা জানান, সিংড়া পৌরসভার নিঙ্গুইন ভাটোপাড়া এলাকায় বৈদ্যুতিক ড্রপতার থেকে শর্ট সাকিটের মাধ্যমে স্থানীয় কৃষক মুজবর রহমানের বাড়িতে আগুন লাগে। মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ভস্মিভূত হয় মালামালসহ ৫টি বসতঘর।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহমুদ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিকভাবে আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করেন।
পরে ক্ষতিগ্রস্ত পরিবারের পুর্নবাসনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানান ইউএনও মাজহারুল ইসলাম।
আরও পড়ুন: গোলাপগঞ্জে ডাকাত সন্দেহে তিনজনকে গণপিটুনি, মোটরসাইকেলে আগুন