২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকার তহবিলের প্রস্তাব দেয়া হয়েছে। পাশাপাশি আগামীতে গৃহিনীদের অবদান আর্থিক মানদণ্ডের ভিত্তিতে জিডিপিতে যোগ করার ওপর জোর দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২ জুন) বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে বাজেট পেশ করেন।
নতুন অর্থবছরের বাজেট বক্তব্যে উত্থাপনকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিবেশ আরও উন্নত করা এবং তাদের অর্থনৈতিক ক্ষমতা সুদৃঢ় করতে ১২৫ কোটি টাকার তহবিল বরাদ্দের প্রস্তাব করছি।
উপদেষ্টা বলেন, নারীর সুরক্ষা নিশ্চিতে জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির মাধ্যমে মহিলাদের জন্য দক্ষতাভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে এ প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে মহিলারা প্রশিক্ষণ পাচ্ছে।
এরমধ্যে নারীর ক্ষমতায়ন ও দারিদ্র বিমোচনে ২০ হাজার নারীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হয়েছে বলে জানান উপদেষ্টা।
আরও পড়ুন: প্রস্তাবিত বাজেট ‘ব্যতিক্রমী’, বললেন অর্থ উপদেষ্টা
কর্মজীবী নারীদের পাশাপাশি যারা গৃহিণী তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপদেষ্টা বলেন, আগামীতে গৃহিণীদের অবদান আর্থিক মানদণ্ডের ভিত্তিতে জিডিপিতে যোগ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
নারীদের পাশাপাশি যেসব শিশু জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের মূল ধারায় ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা চলছে। জুলাই আন্দোলনে শহীদ হওয়া ৮৪ শিশুর পরিবারকে আর্থিক সহয়তা দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।