জরুরি অবস্থায় নিরবচ্ছিন্ন বিল পরিশোধ ও অন্যান্য কার্যক্রম নিশ্চিত করতে বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার(২৯ জুলাই) বিদ্যুৎ বিভাগে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অগ্রগতি সভায় নিজস্ব যোগাযোগ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন নসরুল হামিদ।
কর্মকর্তাদের প্রতি নির্দেশনায় তিনি বলেন, ‘যদি আপনাদের নিজস্ব যোগাযোগ ব্যবস্থা থাকে, তাহলে আপৎকালীন পরিস্থিতিতে বিল পরিশোধসহ অন্যান্য যোগাযোগ দ্রুত করা যেতে পারে।’
সম্প্রতি ছাত্র বিক্ষোভের সময় সাম্প্রতিক ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রতিক্রিয়ায় তিনি এই নির্দেশনা দেন। কারণ, ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত গ্রাহকরা তাদের প্রিপেইড এবং স্মার্ট প্রিপেইড কার্ডগুলো রিচার্জ করতে পারেননি। ফলে বিদ্যুৎ পরিষেবাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
নসরুল হামিদ বিদ্যুৎ অবকাঠামোর জন্য সাইবার ও ভৌত নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে এবং বিভিন্ন বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। দ্রুত স্মার্ট বাংলাদেশ গড়তে একটি রোডম্যাপ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন: বিদ্যুৎ সরবরাহ ৩-৪ দিনের মধ্যে স্বাভাবিক হবে ও গ্যাস সরবরাহ জুলাইয়ের মাঝামাঝিতে: নসরুল হামিদ
সভায় জানানো হয়, বিদ্যুৎ বিভাগ ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন পরিকল্পনার (আরএডিপি) ১০১ দশমিক ৮২ শতাংশ বাস্তবায়ন করেছে। বিদ্যুৎ বিভাগের ৬৪টি প্রকল্পে মোট বরাদ্দ ছিল ৩০ হাজার ৬৩ কোটি ৬৬ লাখ টাকা, যার প্রকৃত ব্যয় ৩০ হাজার ৬০৯ কোটি ৮৯ লাখ টাকা।
বাস্তবায়নের লক্ষ্যমাত্রা অতিক্রম করায় কর্মকর্তাদের প্রশংসা করে নসরুল হামিদ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ২০২৪-২৫ অর্থবছরের জন্য পরিকল্পিতভাবে মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও অর্জনের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মুনিরা সুলতানা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, বিআরইবির চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইনসহ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নিম্নমানের বিদ্যুৎ প্রিপেইড মিটারের বিষয়ে তদন্তে মন্ত্রণালয়কে সংসদীয় কমিটির সুপারিশ