পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রবিবার (১৩ আগস্ট) সফররত মার্কিন কংগ্রেসম্যান এড কেস ও রিচার্ড ম্যাককরমিককে জানিয়েছেন, বিএনপির সরকার পদত্যাগ করার দাবির সঙ্গে সমঝোতা করার কোনো সুযোগ নেই।
সমঝোতার কোনো উপায় আছে কি না সফররত কংগ্রেসম্যানদের এমন প্রশ্নের জবাবে মোমেন এ কথা জানান।
এসময় পররাষ্ট্রমন্ত্রী তাদের প্রশ্ন করেন, তাদের দেশে (যুক্তরাষ্ট্রে) নির্বাচনের আগে মার্কিন সরকার পদত্যাগ করবে কি না। কিংবা এ ধরনের দাবি করলে (বিরোধী দল) তাদের সঙ্গে আলোচনায় বসবে কি না।
তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রাজনৈতিক দলের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান নিয়মেই নির্বাচন হবে।
তিনি বলেন, বাংলাদেশ সরকার সহিংসতামুক্ত সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায়। তা বাস্তবায়নে সব রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে।
রবিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেন এ বৈঠক করেন।
বৈঠকে উভয়পক্ষ রোহিঙ্গা সংকট এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়েও আলোচনা করেছেন।
বাংলাদেশ সংক্ষেপে তার ইন্দো-প্যাসিফিক আউটলুক সম্পর্কে কথা বলেছে।