বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে লাইসেন্স নেওয়াসহ ১১ দফা দাবিতে আবারও রাজধানীর বিভিন্ন সড়কে নেমেছেন নিষিদ্ধ অটোরিকশার চালকরা।
বিক্ষোভকারীরা জাতীয় প্রেসক্লাব, যাত্রাবাড়ী, বেড়িবাঁধ ও তিন রাস্টার মোড়ের কাছে বেশ কয়েকটি সড়ক অবরোধ করায় যাত্রীরা বিশেষ করে জরুরি প্রয়োজনে ভ্রমণকারীদের গন্তব্যে পৌঁছাতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
ইউএনবির প্রতিবেদকরা জানায়, আজ সকালে শত শত অটোরিকশার চালক ঢাকার প্রবেশ পথ বেড়িবাঁধে জড়ো হয়ে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে যাত্রা করে।
এ ছাড়া ঢাকার অন্যান্য এলাকা থেকে আসা চালকরা জাতীয় প্রেসক্লাবে জড়ো হয়ে তাদের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।
জেপিসির সামনে অবরোধের ফলে অসংখ্য যানবাহন আটকা পড়ে যাওয়ায় চরম দুর্ভোগ পড়েন যাত্রীরা।
বিআরটিএ'র লাইসেন্স পাওয়া ও তাদের যানবাহনকে গণপরিবহন হিসেবে স্বীকৃতি এবং এখন পর্যন্ত গ্রেপ্তারদের মুক্তিসহ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, রবিবার যৌক্তিক কারণ ছাড়াই অটোরিকশাচালকরা সড়ক অবরোধ করে।
আরও পড়ুন: রিকশা-ভ্যান-ইজি বাইক সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি পেশ