বাংলাদেশ ও নেপাল বিদ্যমান বিভিন্ন খাতে, বিশেষ করে ব্যবসা ও বাণিজ্য, জ্বালানি ও বিদ্যুৎ খাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা ও মতবিনিময় করেছে। এ সময় উভয় পক্ষ দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেছে।
নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. আরজু রানা দেওবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়ে দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) নেপালে বাংলাদেশের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে। বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে নেপালের পররাষ্ট্রমন্ত্রী নিকট-ভবিষ্যতে দুই দেশের মধ্যে একটি দৃঢ় সম্পর্ক গড়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি ও খাদ্য নিরাপত্তা, টেক্সটাইলস, সরকারি ও বেসরকারি খাতে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা, পর্যটন উন্নয়ন, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, শিক্ষাবিদ ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক বৃদ্ধিসহ সহযোগিতার নতুন খাত অনুসন্ধান করছে দুই দেশ।
রাষ্ট্রদূত সহযোগিতার ক্ষেত্রকে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং মন্ত্রীর আন্তরিক সহযোগিতা কামনা করেন। জবাবে, পররাষ্ট্রমন্ত্রী তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং তার মেয়াদের সাফল্য কামনা করেন।