ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, ডা. আব্দুল মালিক বাংলাদেশে হৃদরোগের চিকিৎসায় অগ্রদূত ছিলেন।
এতে আরও বলা হয়, ‘তিনি একজন সফল চিকিৎসক, প্রখ্যাত শিক্ষক ও সমাজসেবক ছিলেন। জনহিতৈষী কর্মকাণ্ডের জন্য তিনি বিভিন্নভাবে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছেন। বাংলাদেশে হৃদরোগের চিকিৎসায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন: মায়ার বড় ছেলে সাজেদুলের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুলের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোকপ্রকাশ