শীতপ্রবণ জেলা পঞ্চগড়ে মৌসুমের প্রথম কুয়াশার চাদর ভেদ করে সূর্যোদয় হয়েছে। আড়মোড়া ভেঙে কুয়াশার সকালের মিষ্টি রোদে অবগাহন করল এলাকার মানুষ। এমনিতেই গত কয়েকদিন থেকে দিন আসফাস গরম শেষ রাতে শীত অনুভূত হচ্ছিল।
রবিবার দিবাগত রাতে আকষ্মিক ঘনকুয়াশা দেখা যায় এবং এর রেশ সোমবার সকাল পর্যন্ত ছিল। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গরম ভাব ছিল। কিন্তু শেষ রাতে আবার হালকা কাঁথা কম্বল গায়ে চড়াতে হচ্ছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত কুয়াশার বিস্তৃতি ছিল।
সরেজমিনে দেখা গেছে, কুয়াশার ফোটায় ধান খেত, মাঠ-ঘাট, গাছপালা, ঘরবাড়িসহ চারপাশ ভিজে আছে। কুয়াশায় ফসলের খেতে শিশিরের ফোটাগুলো যেন একটা একটা মুক্ত মনে হচ্ছিল। এমনকি কুয়াশার কারণে সকালে যানবাহন লাইট জ্বালিয়ে চলা করতে দেখা গেছে। সকাল ৮টার পর ধীরে ধীরে কুয়াশাও কেটে সূর্যের মুখ দেখা যায়।
আরও পড়ুন: ঘন কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়, সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস
শিক্ষার্থী নিয়াজ আল শাহরিয়ার জানান, পঞ্চগড়ে শীতের আমেজ শুরু হয়েছে। ভোরবেলা কাঁথা কম্বল নিতে হচ্ছে।