পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইন্ডিপেন্ডেন্স ডিপ্লোম্যাটিক কাপ টেনিস টুর্নামেন্টের প্রথম আসরে বিজয়ী দল সুইডেন ও রানার্স আপ হয়েছে ডেনমার্ক। বিজয়ী দলসহ প্রতিযোগীদের মেডেল ও পুরস্কার তুলে দিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় টুর্নামেন্টের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী।
১৩টি দেশ ও সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মোট ১৫টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আয়োজিত হয়। শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত হন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন।