‘এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’ পুরস্কারে গোল্ড পদকসহ মর্যাদাপূর্ণ ৫টি পদক পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শেয়ারট্রিপ ও দ্য বাংলাদেশ মনিটর-এর যৌথ আয়োজনে এ সম্মাননা পেয়েছে জাতীয় পতাকাবাহী এ উড়োজাহাজ সংস্থা।
মঙ্গলবার (৮ জুলাই) বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
‘দীর্ঘ-পাল্লার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা’ ও ‘ইকোনমি ক্লাসে সেরা ইন-ফ্লাইট মিল’ ক্যাটাগরিতে বিমান দুটি স্বর্ণপদক অর্জন করেছে। যাত্রীসেবা এবং কার্যক্রমে দক্ষতার জন্যই এই স্বীকৃতি মিলেছে।
এছাড়া, ‘ব্রোঞ্জ বেস্ট ইম্প্রুভড এয়ারলাইন্স ও অভ্যন্তরীণ পথে ফ্লাইট পরিচালনায় বিভাগে যথাক্রমে সিলভার ও ব্রোঞ্জ পদক লাভ করেছে বিমান।
বিমান বাংলাদেশে পরিচালনাকারী ১২টি দেশি-বিদেশি এয়ারলাইন্সের মধ্যে ‘সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইন ব্র্যান্ড’ হিসেবে নির্বাচিত হয়েছে ।
বাংলাদেশের বিমান ও পর্যটন খাতের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত ‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কারগুলো যাত্রীদের মতামত ও খাতভিত্তিক বিশ্লেষণের ভিত্তিতে প্রদান করা হয়।