কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের ওয়েবসাইট ও অনলাইন ডোনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে মসজিদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, ‘দেশ ও দেশের বাহির থেকে যেকোনো সময় www.paglamosque.org এই ওয়েবসাইটে প্রবেশ করে পাগলা মসজিদে টাকা ডোনেশন করতে পারবেন। এই মসজিদকে নিয়ে আমরা যেন কোনো ধরনের প্রতারণার শিকার না হই, এই কারণেই ওয়েবসাইটটি খোলা হয়েছে।’