পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদনগুলো প্রক্রিয়াকরণে নিয়মিত কাজ করছে বলে জানিয়েছে ইতালি দূতাবাস। চলতি বছরের পারিবারিক নথিগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে প্রক্রিয়াকরণ ভিসা অফিসের একটি অগ্রাধিকার বলে জানানো হয়েছে।
সোমবার (১৯ মে) পারিবারিক পুনর্মিলন ভিসা আবেদন নিয়ে এ সুখবর দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস।
কয়েকজন আবেদনকারীর জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে দূতাবাস এক বিবৃতিতে জানায়, পারিবারিক ভিসার আবেদন প্রক্রিয়াকরণে তাদের ভিসা অফিস ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে চলতি বছরের পারিবারিক ফাইলগুলো নির্ধারিত সময়সীমার প্রক্রিয়াকরণ করা ভিসা অফিসের একটি অগ্রাধিকার, যা এ ক্ষেত্রে প্রযোজ্য আইনের অধীনে সম্পন্ন হচ্ছে। একইসঙ্গে দূতাবাস ২০২৪ সালের ব্যাকলগ (পিছিয়ে থাকা আবেদন) দূরীকরণের জন্য ধারাবাহিক এবং বিষয়ভিত্তিক অগ্রাধিকার নীতিমালা অনুযায়ী কাজ করছে।
এর মধ্যে রয়েছে জরুরি নথিগুলোর প্রক্রিয়াকরণ, যেমন শিশু বা মানবিক পরিস্থিতির বিষয়। কিছু আবেদন বিচারিক সিদ্ধান্ত এবং আইনি বিবেচনার কারণে বিশেষ গুরুত্বসহকারে প্রক্রিয়া করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: ভিসা প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধে পদক্ষেপ ইতালি দূতাবাসের
দূতাবাস জানায়, কিছু আবেদন বিচারিক আদেশ বা আইনি কারণে বিশেষ গুরুত্বসহকারে প্রক্রিয়া করা হচ্ছে।
এ ছাড়া, আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা প্রক্রিয়া সংক্রান্ত সর্বশেষ আপডেটের জন্য অপেক্ষা করার জন্য আহ্বান জানিয়েছে ইতালির দূতাবাস।
এ সময় সব আবেদন যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে এবং ইতালিতে পরিবারের সঙ্গে পুনর্মিলনের লক্ষ্যে যেসব আবেদন জমা পড়েছে, তা যথাসম্ভব দ্রুত সম্পন্ন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।