পেঁয়াজ মজুদ বা বেশি দামে বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন-অর-রশীদ।
রবিবার (১০ ডিসেম্বর ) তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজ মজুদ করে বেশি দামে বিক্রির চেষ্টা করছে। তাদের আইনের আওতায় আনতে হবে।
তবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে চকবাজার ও শ্যামবাজার এলাকায় ডিবি পুলিশ কাজ করছে।
ভারতীয় কর্তৃপক্ষ ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করার পর শনিবার ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে পেঁয়াজের দাম কেজিতে ২০০ টাকার ওপরে উঠে যায়।