তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান হিসেবে সোমবার যোগ দিয়েছেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব নাজমুল আহসান।
এর আগে তিনি একই সংস্থার পরিচালক (প্রশাসন) এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (ইএমআরডি) যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তিনি ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচে যোগদান করেন।
কর্মজীবনে তিনি খুলনা ও সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি)সহ বিভিন্ন পদে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।
নাজমুল আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
আরও পড়ুন: ইন্দো-প্যাসিফিক কৌশল ঠিক করবে বাংলাদেশ: পররাষ্ট্র সচিব